শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মুরগির পর এবার বাড়ল ডিমের দাম

ফার্মের মুরগির অস্বাভাবিক দাম বৃদ্ধির পর এখন দাম বাড়তে শুরু করেছে ডিমেরও। মাত্র দুই দিনের ব্যবধানে রাজধানীর বিভিন্ন বাজারে ডিমের দাম ডজন প্রতি বেড়েছে ২৫ টাকা। এর সাথে ঈদকে সামনে রেখে দাম বেড়েছে পেঁয়াজ, রসুন, আলু ও আদার।

এ বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, ফার্মে মুরগির সংকট দেখা দেওয়ায় কয়েকদিন ধরেই অস্বাভাবিক হারে দাম বেড়েছে বয়লার মুরগির। এছাড়া রোজায় ডিমের চাহিদা তুলনামূলক কম থাকে। এখন রোজা প্রায় শেষের দিলে ফলে বাড়ছে ডিমের চাহিদা। এছাড়া ঈদে বাড়তি চাহিদাও রয়েছে। সব মিলিয়ে ডিমের দাম এখন বেড়ে গেছে।

শনিবার (২৩ মে) বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, ফার্মের মুরগির ডিম ডজনে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা দরে, যা গত বৃহস্পতিবার ছিল ৭৫ থেকে ৮০ টাকার মধ্যে। সে হিসাবে ডজনে ২৫ টাকা এবং পিসে দুই টাকার ওপরে বেড়েছে ডিমের দাম।

আনন্দবাজার/তা.তা

আরও পড়ুনঃ  চালু হতে পারে গণপরিবহনও 

সংবাদটি শেয়ার করুন