বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চড়া আদার দাম, দাম কমেছে ডিম-মাছের

সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরণের আদার দাম। প্রতি কেজিতে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে আদার দাম। তবে কমেছে ডিম ও মাছের দাম।

সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০০ থেকে ১২০ টাকা বাড়তি রয়েছে আদার দাম। মিয়ানমার, চায়না ও দেশি প্রতিকেজি আদা বিক্রি হচ্ছে ২৬০ টাকা। যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকা।

দাম কমে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকা। ১০ টাকা কমে দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা ডজন। ২০ টাকা কমে সোনালী মুরগির ডিম বিক্রি হচ্ছে ১১০ টাকা ডজন। এবং হাঁসের ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকা ডজন।

এছাড়া কেজিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে বিভিন্ন প্রকার মাছের দাম। তবে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকা। মহিষের মাংস ৬০০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা এবং বকরি ৭৫০ টাকা।

তবে অপরিবর্তিত রয়েছে শাক-সবজি এবং পেঁয়াজ-রসুনের দাম। মানভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা। এবং মানভেদে প্রতি কেজি দেশি রসুন ৭০ থেকে ১০০ টাকা, চায়না ও মিয়ানমারের রসুন ১৩০ থেকে ১৫০, তিন কোয়া রসুন ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

আনন্দবাজার/ টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  চালের উৎপাদন ৮% কমাতে চায় জাপান

সংবাদটি শেয়ার করুন