শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

র‍্যাবের অভিযানে পেঁয়াজের মূল্য ফিরেছে ৪০ টাকায়

রাজধানী ঢাকার যাত্রাবাড়ি এলাকায় আলু ও পেঁয়াজের আড়তে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনার পর কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। বেড়ে ৬৫ টাকা হওয়া পেঁয়াজ ফের বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে। অভিযানের পর নিয়ন্ত্রণে চলে আসে আলুরও দামও।

শনিবার সকাল ৬টা থেকে শুরু হয় র‍্যাবের এই অভিযান। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করেছে র‍্যাব-১০।

সারওয়ার আলম বলেন, কভিড-১৯ আতঙ্ককে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী আলু ও পেঁয়াজ মজুদ করে বেশি দামে বিক্রি করছে। এখন পর্যন্ত ১০টি আড়তে অভিযান চালানো হয়েছে।

তিনি আরও বলেন, যাত্রাবাড়ির পেঁয়াজের আড়তে প্রবেশ করার পর থেকে ৬৫ টাকা কেজির পেঁয়াজ ৪০ টাকা হয়ে যায়। আর আলুর আড়তে পাল্লা বিক্রি হচ্ছিল ১১০ টাকা। আমি ঢোকার সঙ্গে সঙ্গে তা হয়ে গেছে ৭০ টাকা।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  বৈশ্বিক প্রভাবে নিত্যপণ্য

সংবাদটি শেয়ার করুন