শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বেড়েছে পানির দাম

আট মাসের ব্যবধানে আবারো বাড়লো পানি দাম। ঢাকার ওয়াসার গ্রাহকদের আগের চেয়ে ২৫ শতাংশ বেশি দামে পানি কিনতে হবে আগামী এপ্রিল মাস থেকে। এতে জীবনযাত্রার ব্যয় বাড়বে আরেক দফা।

গত বছরের জুলাই মাসে বাড়ানো হয়েছিল পানির দাম। ঢাকায় আবাসিক গ্রাহকদের জন্য ২০০৯ সালে ইউনিট প্রতি (১ হাজার লিটার) পানির দাম ছিল ৫ টাকা ৭৫ পয়সা। যা আগামী এপ্রিল থেকে ২০ টাকা হচ্ছে।

ওয়াসার আইন অনুযায়ী, সংস্থাটির বোর্ড প্রতিবছর পানির দাম বাড়াতে পারে ৫ শতাংশ হারে। কিন্তু এবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষ অনুমোদন নিয়ে পানির দাম ২৫ শতাংশ বাড়ানো হয়েছে।

ওয়াসার তথ্যমতে, গত আট মাসের মধ্যে দুই দফা পানির দাম বাড়ালো ঢাকা ওয়াসা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত প্রায় ১২ বছরে মোট ১৩ বার পানির দাম বেড়েছে। ঢাকা ওয়াসার দাবি, বর্তমানে যে হারে দাম বাড়ানো হয়েছে, তা উৎপাদন খরচের তুলনায় অনেক কম। বর্তমানে ওয়াসার পানি উৎপাদনক্ষমতা ২৬০ কোটি লিটার। আর চাহিদা রয়েছে ২৩৫ কোটি থেকে ২৪০ কোটি লিটার।

আনন্দবাজার/ টি এস পি

আরও পড়ুনঃ  উদ্বৃত্ত পেঁয়াজ বাংলাদেশে রফতানির আগ্রহ ভারতের

সংবাদটি শেয়ার করুন