শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চাষিদের ঝোঁক ভুট্টা চাষে

দিনাজপুরের ঘোড়াঘাটে ফলন ও দাম ভালো পাওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন চাষিরা।

কৃষি বিভাগ থেকে জানা যায়, ঘোড়াঘাটে ভুট্টা চাষ ভালো হয় কারণ উপজেলাটি উঁচু হওয়ায় বৃষ্টিতে পানি জমেনা। মূলত এই কারণেই এখানকার কৃষকদের দিনের পর দিন ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে।

ঘোড়াঘাট উপজেলায় এই বছর ২ হাজার ১০০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হচ্ছে। আবহাওয়া অনুকুলে আছে তাই কৃষকরা আশা করছেন এ মৌসুমে ভালো ফলন পাওয়ার।

এক বিঘা জমিতে গড়ে ৩৫ মন ভুট্টা উৎপাদন হয়। যার ফলে বিঘা প্রতি ১৪ থেকে ১৫ হাজার টাকা লাভ করতে পারছেন চাষিরা। উপজেলা কৃষি কর্মকর্তারাও সবধরনের সহায়তা করছেন চাষিদের।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  ঘোডাঘাটে সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ

সংবাদটি শেয়ার করুন