রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

লাফিয়ে বাড়ছে গুঁড়ো দুধের দাম

দেশের বাজারে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে গুঁড়ো দুধের দাম। গত এক মাসে কয়েকবার দাম বৃদ্ধি করেছে গুঁড়ো দুধের শীর্ষ বিপণনকারী কয়েকটি কোম্পানি। শীর্ষ কোম্পানিগুলোর কারণে বাকি ব্র্যান্ডও গুঁড়ো দুধের দাম বাড়ানোর পরিকল্পনা করছে।

শীত মৌসুমে উৎপাদন কমে ইউরোপের বাজারে গুঁড়ো দুধের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে বলে জানিয়েছে বিপণনকারী কোম্পানিগুলো। তবে বিশ্ববাজারে দাম কিছুটা বাড়লেও স্থানীয় পর্যায়ে লাগামহীন মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

আবুল খায়ের গ্রুপের মার্কস ব্র্যান্ডের গুঁড়ো দুধের দাম গত এক মাসে চারবার বৃদ্ধি পেয়েছে। চার দফায় কেজিপ্রতি ২৮০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে মার্কসের। গতকালও কোম্পানিটি একদিনে কেজিপ্রতি ২০ টাকা বাড়িয়েছে গুঁড়ো দুধের দাম।

মেঘনা গ্রুপের সুপার পিওর গুঁড়ো দুধের দাম এক মাস পূর্বেও প্রতি কেজি ৬৯০ টাকা ছিল। এখন তা ৮৪০ টাকায় বিক্রি করছে ডিলাররা। ডিলার পর্যায়ে মূল্যবৃদ্ধির কারণে খুচরা পর্যায়েও সমপরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে পণ্যটির।

তাছাড়া পারটেক্স গ্রুপের ড্যানিশ ব্র্যান্ডের গুেঁড়া দুধের দাম (গ্রীনল্যান্ড ব্র্যান্ড) কেজিপ্রতি ১৩০ টাকা বেড়ে ৮২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজারে কিছু কিছু কোম্পানি এখন পর্যন্ত দাম না বাড়ালেও চলতি মাসের ভিতরে দাম সমন্বয় করবে বলে জানিয়েছেন বিক্রয় প্রতিনিধিরা।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  রেড জোন চিহ্নিত করে ঢাকায় লকডাউন রবিবার থেকে

সংবাদটি শেয়ার করুন