শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

উর্ধ্বমুখী রডের বাজার

অস্থিরতায় চলছে রড বাজার। মাত্র এক মাসের ব্যবধানে ৪০ গ্রেডের রডের টনপ্রতি দাম বেড়েছে ৯ হাজার টাকা। টিসিবির হিসাব অনুযায়ী এক মাসে বেড়েছে ১৪ দশমকি ১৫ শতাংশ।

রাজধানীর রড ব্যবসায়ী জানান, প্রতি টনে ৪০ গ্রেডের রডের দাম বেড়েছে সবচেয়ে বেশি। ৪০ গ্রেডের প্রতিটি টন রড বিক্রি হচ্ছে ৬০ হাজার থেকে ৬১ হাজার টাকা পর্যন্ত। যা একমাস আগেও ছিল ৫১ হাজার থেকে ৫৫ হাজার টাকা।

অপরদিকে টিসিবির হিসেব অনুযায়ী, ৬০ গ্রেডের রডের দাম প্রতি টনে বেড়েছে ৩ হাজার টাকার মত। ৬০ গ্রেডের রড টন বিক্রি হচ্ছে ৬২ হাজার ৫০০ টাকায় যা দশ দিন আগেও বিক্রি হয়েছিল ৫৯ হাজার ৫০০ টাকা দরে।

তবে বিষয়টি সম্পর্কে ভিন্ন মত রয়েছে কারখানার মালিকদের। রডের দাম এখনও বাড়েনি, তবে শিগগিরই বাড়বে বলে জানিয়েছে তারা। এটি নির্মাণ মৌসুম হলেও বাড়েনি রডের চাহিদা। চাহিদা বাড়লে দামও বাড়তে পারে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম হক তালুকদার জানিয়েছেন, বেসরকারি খাতে নির্মাণ কাজ কমেছে। রডের দাম বাড়লে ব্যবসায়ের ব্যয় আরও বাড়বে। এ খাতে টিকে থাকা তাদের জন্য কঠিন হয়ে উঠবে।

বাজেট ঘোষণার পর বিএসএমএ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, বিভিন্ন পর্যায়ে মোট ভ্যাটের হার ৫৪৬ শতাংশ বাড়ানো হয়েছে। এ ছাড়াও বাজেটে রডের কাঁচামাল স্ক্র্যাপ, বিলেট ও রড বিক্রিতে টনপ্রতি ৩ শতাংশ অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এ জন্য টনপ্রতি রডে ১০ হাজার ৯২৫ টাকা দাম বাড়বে।

আরও পড়ুনঃ  অদ্ভুত নির্জতার মায়া

আনন্দবাজার/তাঅ

সংবাদটি শেয়ার করুন