রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ধানের ন্যায্য দাম না পেয়ে হতাশ চাষিরা

ধানের দাম নিয়ে হতাশা যেন জেঁকে বসেছে নওগাঁর চাষিদের। মৌসুমের শেষ ভাগে এসে গোলায় রাখা ধান, হাটে তোলার পরও ন্যায্য দর না পেয়ে ব্যাবসায়ীদের বাজার নিয়ন্ত্রণকেই দুষছেন চাষীরা। তবে চাল কল মালিক সমিতির নেতাদের অভিযোগ বড় বড় অটো রাইস মিল ব্যবসায়ীদের দিকে।

আমন ধান কৃষকরা ঘরে তুলেছে প্রায় দু’মাস আগেই। ধার দেনা শোধ আর নানা প্রয়োজনে বেশির ভাগ কৃষকই ধান বিক্রি করে ফেলেছেন। তবে মৌসুমের শেষ দিকে বেশি দাম মিলবে এমন আশায় কিছু কৃষক গোলায় ধান রাখলেও হাটে তোলার পর ন্যায্য দাম না পেয়ে হতাশ হয়ে ফিরছেন হাট থেকে।

স্থানীয় এক কৃষক জানান, ধানের মন বিক্রি হচ্ছে সাড়ে ৫-৬শ’ টাকায়। এতে করে আমাদের কিছুই থাকবে না। ধানের দাম আরেকটু বেশি হলে আমাদের জন্য ভালো হতো।

নওগাঁর বেশীরভাগ হাটগুলোতে মোটা জাতের -গুটি স্বর্ণা ৬৫০ টাকা, স্বর্ণা-৫ জাতের ধান ৭০০ টাকা, আটাশ জাতের ৭৫০ থেকে ৭৮০ টাকায় বেচা কেনা হচ্ছে।

কৃষকরা জানান, শুকনো ধানের দর ন্যূনতম হাজার টাকা না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের।

 

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  রাজশাহীতে বাস, মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১৭

সংবাদটি শেয়ার করুন