শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

১২ কেজি এলপিজির দাম ৪০ টাকা কমলো

১২ কেজি এলপিজির দাম ৪০ টাকা কমলো

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম প্রতিকেজির মূল্য ৪০ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ১২ কেজি এলপিজির দাম দাঁড়াল এক হাজার ৪৪২ টাকা।

বুধবার (০৩ এপ্রিল) বিইআরসি সমন্বিত দামের কথা জানিয়েছে।

গেল মার্চ মাসে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪৮২ টাকা। ফেব্রুয়ারিতে মাসে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৪৩৩ টাকা থেকে ৪১ টাকা বাড়িয়ে এক হাজার ৪৭৪ টাকা করা হয়েছিল।

এর আগে জানুয়ারি মাসে ১২ কেজির দাম এক হাজার ৪০৪ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে এক হাজার ৪৩৩ টাকা করা হয়েছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৬ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ৬৭ টাকা ৬৮ পয়সা।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ফের ভোজ্যতেলের দাম বাড়লো

সংবাদটি শেয়ার করুন