শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

১২ কেজি এলপিজির দাম আবারও বাড়লো

১২ কেজি এলপিজির দাম আবারও বাড়লো

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে এক হাজার ৪৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (৩ মার্চ) বিইআরসির কার্যালয়ে নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান মো. নুরুল আমিন যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম প্রতিকেজির মূল্য ১২২ টাকা ৮৬ পয়সা থেকে বাড়িয়ে ১২৩ টাকা ৫২ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজির দাম ৮ টাকা বেড়ে দাঁড়াল ১ হাজার ৪৮২ টাকা।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে মাসে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩৩ টাকা থেকে ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা করা হয়েছিল। জানুয়ারি মাসে ১২ কেজির দাম ১ হাজার ৪০৪ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা করা হয়েছিল।

এছাড়া, আজকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৭ টাকা ৬৮ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ৬৫ টাকা ৭৬ পয়সা।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১২৯৭ টাকা

সংবাদটি শেয়ার করুন