শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পণ্যের দাম বেশি নিলে ৩৩৩ নম্বরে অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা

পণ্যের দাম বেশি নিলে ৩৩৩ নম্বরে অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা

ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এখন থেকে কোনো পণ্যের দাম বাজার মূল্যের চেয়ে বেশি নেওয়া হলে ৩৩৩ নম্বরে ডায়াল করে অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা।

সচিবালয়ে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে সোমবার (১৫ জানুয়ারি) তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণে নেওয়া এই উদ্যোগ ৩১ জানুয়ারির মধ্যে চালু করা হবে।

এছাড়াও তিনি বলেন, বর্তমানে ৩৩৩ নম্বরে যেসব সেবা পাওয়া যাচ্ছে, তা অব্যাহত থাকবে। তবে, নতুন সেবা পেতে ৩৩৩ নম্বরে ডায়াল করার পর আরেকটি ডিজিট চাপতে হবে।

তিনি আরও জানান, আগামী ৩১ জানুয়ারির মধ্যে একটি নতুন ওয়েবসাইট খোলা হবে, যেখানে গ্রাহকরা বিভিন্ন পণ্যের দাম ও মজুতের তথ্য পাবেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  লাগামহীন সবজির দামে দিশেহারা নওগাঁবাসী

সংবাদটি শেয়ার করুন