শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

পবিত্র রমজান উপলক্ষে ঢাকাসহ সারাদেশে আজ বৃহস্পতিবার (৯ মার্চ) থেকে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে টিসিবি এর মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। রাজধানীর তেজগাঁওয়ে আজ এক অনুষ্ঠানের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

টিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান উপলক্ষে সারাদেশে নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে। আর এ কার্যক্রম চলবে দুই পর্বে। ঢাকা মহানগরীসহ সারাদেশে আজ বৃহস্পতিবার থেকে প্রথম পর্বের কার্যক্রম শুরু হচ্ছে।

এ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা হতে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী।

রমজানে টিসিবি প্রতি কেজি চিনি ৬০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা, ছোলা ৫০ টাকা ও খেজুর ১০০ টাকা কেজি দরে বিক্রি করবে।

একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল এবং এক কেজি করে চিনি, ছোলা এবং খেজুর কিনতে পারবেন।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ভারত থেকে ৬০ হাজার মেট্রিক টন ডিজেল কিনবে সরকার

সংবাদটি শেয়ার করুন