রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আটা-ময়দায় স্বস্তির বাতাস

আটা-ময়দায় স্বস্তির বাতাস
  • এসেছে এক লাখ টন গম
  • পাইপ লাইনে আরও ৬ লাখ টন

চট্টগ্রাম বন্দরে এক লাখ টনেরও বেশি গম নিয়ে ভারত থেকে দুইটি গমের জাহাজ এসেছে। এর মধ্যে গত সপ্তাহে ৫২ হাজার ৫শ টন গম নিয়ে একটি জাহাজ আসার ধারাবাহিকতায় গত শনিবার দ্বিতীয় জাহাজটি বহির্নোঙরে নোঙর করে। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে এ গম দেশের সরবরাহ নেটওয়ার্কে যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে এক লাখ টনেরও বেশি গম দেশে আসার প্রেক্ষিতে চড়া হয়ে ওঠা বাজার নিম্নমুখী বলেও সূত্র জানিয়েছে।

সুত্রে প্রকাশ, সরকারি এক লাখ টন গম নিয়ে আরও দুটি জাহাজ আসবে আগামী মাসে। বেসরকারিভাবে আমদানি করতে পাইপলাইনে আছে আরও পাঁচ লাখ টন গম। ভারত গম রপ্তানি বন্ধ করে দিয়েছে- এমন অজুহাতে গত এক সপ্তাহ ধরে চড়া গমের বাজার। চট্টগ্রামের বৃহত্তম পাইকারি মোকাম খাতুনগঞ্জে সাতদিনের ব্যবধানে গমের দাম বেড়েছে মণে ২০০ টাকা। আর এর প্রভাবে বেড়ে যাচ্ছে আটা ও ময়দার দামও।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বের গমের বাজার অস্থির হয়ে ওঠে। এর মাঝে ভারত গম রপ্তানি বন্ধের ঘোষণা দিলে পরিস্থিতি আরো নাজুক হয়ে ওঠে। পরবর্তীতে ভারতের পক্ষ থেকে বলা হয় যে, প্রতিবেশী দেশগুলোতে ভারত গম রপ্তানি করবে। এই ঘোষণায় দেশের গমের বাজারে স্বস্তি আসে। এরই ধারাবাহিকতায় গত শনিবার ভারত থেকে ৫২ হাজার ৫০০ টন সরকারি গম নিয়ে ‘এমভি ভি স্টার’ নামের একটি জাহাজ বহির্নোঙরে পৌঁছেছে। উদ্ভিদ সংগনিরোধ সনদসহ আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে গতকাল মঙ্গলবার এ সব গম লাইটারিং করা হয়। সরকারি এ সব গম খাদ্য বিভাগের সাইলো জেটিতে খালাস করার পর দেশের সরবরাহ নেটওয়ার্কে যুক্ত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  বিশ্বজুড়ে হানা দেবে করোনাভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এর আগে গত সপ্তাহেও ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে এমভি ইমানুয়েল সি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুল কাদের কয়েকদিনের মধ্যে ১ লাখ ৫ হাজার টন গম আসার কথা স্বীকার করে বলেন, সরকারিভাবে এ গম দেশে এসেছে। এগুলো সরকারি নিয়ন্ত্রণে দেশের সরবরাহ নেটওয়ার্কে যুক্ত হবে। আরো দুটি গমের জাহাজ এক লাখ টনেরও বেশি গম নিয়ে আগামী দিনকয়েকের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

উল্লেখ্য, দেশে বর্তমানে বছরে গড়ে ৭৫ লাখ টন গমের চাহিদা রয়েছে। এর মধ্যে ১১ লাখ টন গম উৎপাদন হয় দেশে। বাকিটা আমদানি করা হয়। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম ১০ মাসে ৫৫ লাখ ৪৬ হাজার টন গম দেশে এসেছে। এদিকে এক সপ্তাহের ব্যবধানে এক লাখ টনেরও বেশি গম বাজারে আসায় ঊর্ধ্বমুখী গমের বাজার নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। দিনকয়েক আগে প্রতি মন ১৬শ’ টাকায় বিক্রি হওয়া গম গতকাল ১৪শ’ টাকা দরে বিক্রি হয়েছে।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, অর্থবছরের প্রথম ১০ মাসে পর্যাপ্ত গম আমদানি হয়েছে। ভারত রপ্তানিতে বিধিনিষেধ দিলেও সেটা খুব সাময়িক সময়ের জন্য। সরকারিভাবে ভারত থেকে গম আনতে কোনো বাধা নেই। বেসরকারি পর্যায়ে যারা চুক্তি করে ফেলেছেন প্রয়োজনে তাদের ব্যাপারেও ভারতের সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের।

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন