শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড

সম্প্রতি আবারও বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড হয়েছে। তবে এবার রিজার্ভের পরিমাণ ৩৫ বিলিয়ন বা তিন হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়েছে। জানা গেছে, মাত্র তিন সপ্তাহ আগেই রিজার্ভ বেড়েছিল ৩৪ বিলিয়ন ডলার। তিন সপ্তাহের ব্যবধানে রিজার্ভ আরো এক বিলিয়ন ডলার বেড়েছে।

  তবে রপ্তানি আয় কমলেও রেমিট্যান্সপ্রবাহ ও বৈদেশিক ঋণ এবং অনুদানের ওপর ভর করে রিজার্ভ এই নতুন উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানান, সরকারের নানা কার্যকর পদক্ষেপের কারণে বৈধপথে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে। এ ছাড়া বিভিন্ন অনুদান সংস্থা থেকে বৈদেশিক ঋণ এবং অনুদান হিসেবেও বেশ কিছু পরিমাণের বৈদেশিক মুদ্রা পেয়েছে বাংলাদেশ। এতে রিজার্ভ নতুন উচ্চতায় পৌঁছেছে।

আনন্দবাজার/এইস এস কে

আরও পড়ুনঃ  রিটার্ন দাখিলে আরও সময়

সংবাদটি শেয়ার করুন