রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কমেছে রফতানি আদেশ, নগদ সহায়তা চান পোশাক ব্যবসায়ীরা

গত বছরের তুলনায় এবছর রফতানির  আদেশ  কমেছে ৬ শতাংশ এবং রফতানি বাড়াতে পোশাক ব্যবাসায়ীরা চাচ্ছেন নগদ সহায়তা। এ অবস্থা কাটাতে বন্দরের আধুনিকায়নসহ নানা বিষয়ে সংস্কারের তাগিদ জানিয়েছেন বিশ্লেষকরা।

চলতি অর্থবছরের সাত মাসে রফতানি আয় দাঁড়িয়েছে প্রায় দুই হাজার ২৯২ কোটি ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ২১ শতাংশ কম। এরমধ্যে দেশের সবচেয়ে বড় রফতানি খাত পোশাকে কমেছে ৫ দশমিক ৭১ শতাংশ। আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি কমেছে ১১ শতাংশ। একই সাথে রফতানি কমার সাথে সাথে কমছে রফতানি আদেশও। গত বছরের তুলনায় প্রায় ৬ শতাংশ রপ্তানি আদেশ কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বিজিএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, দুই দিক থেকে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। একদিকে রফতানি আদেশ যেমন কমে যাচ্ছে তেমনি অন্যদিকে লক্ষ্যমাত্রা পূরণ না করতে পারার কারণও রয়েছে।

রপ্তানি আদেশ কমে যাওয়া দেশের অর্থনীতির জন্য দুশ্চিন্তার বলে মনে করেন বিশ্লেষকরা। এ অবস্থায় বন্দরের আধুনিকায়নসহ নানা বিষয়ে সংস্কারে জোর দিচ্ছেন তারা। এদিকে গত বছরের তুলনায় এ বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়ও রপ্তানি আদেশ কমেছে।

আনন্দবাজার/রনি

আরও পড়ুনঃ  দেখা গেছে রমজানের চাঁদ, কাল থেকে রোজা

সংবাদটি শেয়ার করুন