বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের উন্নয়নে সবাইকে কর দিতে হবে: মাহমুদ উস সামাদ

দেশের উন্নয়নের জন্য সবাইকে ভ্যাট-কর দেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। আজ মঙ্গলবার সিলেটের একটি অভিজাত হোটেলে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত ‘ভ্যাট সংলাপ ও ব্যবসায়ী সম্মাননা’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, একটি দেশের চালিকা শক্তির মূল উৎস হচ্ছে দেশটির রাজস্ব আয়। আগামী দিনে দেশের বাজেট আরও বাড়বে। তাই দেশের উন্নয়নের জন্য সবাইকে কর দিতে হবে।

তিনি আরও বলেন, প্রবাসীরা কর দিতে চায় কিন্তু জাতীয় পরিচয়পত্র না থাকায় তারা কর দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের উন্নয়নে অংশীদার হতে পারছেন না। আপাতত পাসপোর্টের মাধ্যমে তাদের কর দেওয়ার আওতায় আনা সম্ভব।

উপস্থিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. মাসুদ সাদিক জানান, ভ্যাট ফাঁকি গোপন কোনো বিষয় নয়। তাই পুরো ব্যবস্থাকে আমরা ডিজিটাল করার দিকে নিয়ে যাচ্ছি। এখন যে কেউ অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন ও রিটার্ন দাখিল করতে পারবেন। এমনকি ব্যাংক ছাড়াও বিকাশ, রকেটসহ অন্য আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে কর ও ভ্যাট দেওয়া যাবে।

আনন্দবাজার/এম.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বিশ্ব অর্থনীতি ৩ শতাংশ সংকুচিত হবার পূর্বাভাস : আইএমএফ

সংবাদটি শেয়ার করুন