শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংকে মাস্ক অবশ্যই পরতে হবে

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের করোনার (কোভিড ১৯) টিকা গ্রহণ করে সনদ নেয়ার বাধ্যবাধকতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংককর্মী ও আগত সেবাগ্রহীতাদের মাস্ক অবশ্যই পরতে হবে বলেও জানায় ব্যাংকটি।

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের করোনার (কোভিড ১৯) টিকা গ্রহণ করে সনদ নেয়ার বাধ্যবাধকতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংককর্মী ও আগত সেবাগ্রহীতাদের মাস্ক অবশ্যই পরতে হবে বলেও জানায় ব্যাংকটি।

রবিবার বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত্র একটি সার্কুলার জারি করে। পরে ওই সার্কুলার দেশের সব তফসিলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।

দেশের সব তফসিলী ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। একই সঙ্গে ব্যাংকের কর্মী ও আগত সেবাগ্রহীতাদের আবশ্যিকভাবে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। তবে টিকা সনদ না থাকলে ব্যাংকে যাওয়ায় কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, এ বিষয়ে কিছু জানানো হয়নি।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা গেছে, করোনা মহামারি শুরুর পর ২০২১ সালের মে পর্যন্ত দেশের ব্যাংকের ১৩৩ কর্মকর্তা-কর্মচারী মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৩৯৯ জন। এই ১৩৩ কর্মকর্তার মধ্যে সরকারি ব্যাংকগুলোর ৭৩ জন। সবচেয়ে বেশি মারা গেছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা। ব্যাংকটি ২৫ জন কর্মকর্তা-কর্মচারীকে হারিয়েছে। গত মে পর্যন্ত ব্যাংকটির ২ হাজার ৭৯৫ কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  নতুন নীতিমালা অনুযায়ী ব্যয় করতে হবে সরকারি অর্থ

সংবাদটি শেয়ার করুন