শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষি ব্যাংকের নতুন জিএম জয়নাল আবেদীন

কৃষি ব্যাংকের নতুন জিএম জয়নাল আবেদীন

বিশিষ্ট ব্যাংকার মো. জয়নাল আবেদীন বাংলাদেশ কৃষি ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। গত ১৭ আগস্ট তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এ মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

জয়নাল আবেদীন ২০০০ সালে কর্মসংস্থান ব্যাংকের মূখ্য কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এ মহাব্যবস্থাপক (প্রশাসন) ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে মহাব্যবস্থাপক (পরিচালন) এবং রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন।

জয়নাল আবেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকে পদার্থবিদ্যায় বিএসসি (সম্মান) ও এমএসসি এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে কৃতিত্বের সাথে ব্যাংকিং ডিপ্লোমা ১ম ও ২য় পর্ব সম্পন্ন করেন। তিনি চাকরি জীবনে বিভিন্ন ট্রেনিং, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন।

মো. জয়নাল আবেদীন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  শেয়ারবাজারে বিনিয়োগে ৩ ব্যাংকের বিশেষ তহবিল গঠন

সংবাদটি শেয়ার করুন