শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রমোশন আটকে থাকায় অসন্তোষ

প্রমোশন আটকে থাকায় অসন্তোষ

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক–

  • কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নে ধীনগতি

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সর্বনিম্ন বেতন-ভাতা সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংক যে নির্দেশনা দিয়েছে তা এখনও বাস্তবায়ন করেনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। নির্দেশিত বেতন-ভাতা কার্যকর না হওয়া এবং তিনবছর ধরে অনেকের প্রমোশন আটকে থাকায় ব্যাংকটির কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

৪র্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের বেতন অবকাঠামো নিয়ে সংশয় ও স্থায়ীকরণ নিয়ে জটিলতা দেখা গেছে। গত ২০ জানুয়ারি এক প্রজ্ঞাপনে একজন শিক্ষানবিশ ব্যাংকারকে সর্বনিম্ন ২৮ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষে সর্বনিম্ন ৩৯ হাজার টাকা বেতন প্রদানের নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। আর ক্যাশ শাখার জন্য এটি হবে ২৬ হাজার টাকা, যা শিক্ষানবিশকাল শেষে হবে ৩৬ হাজার টাকা।

এছাড়া ব্যাংকের অধস্তন কর্মচারী তথা নিরাপত্তারক্ষী ও পরিচ্ছন্নতা কর্মীদের বেতনের ক্ষেত্রেও সুনির্দিষ্ট সর্বনিম্ন বেতন প্রদানের নির্দেশনা দেওয়া হয়। এপ্রিল থেকেই সব ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা কার্যকর করতেও বলা হয়।

নির্দেশনাটি জারির অল্প কিছু দিনের ভেতরেই নতুন নিয়ম অনুযায়ী বেশকিছু ব্যাংক তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি করেছে। তবে চলতি মে মাসেও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা বাস্তবায়ন করেনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।

নথিপত্রে দেখা যায়, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকারদের বেতন বৃদ্ধি করে প্রস্তাবিত খসড়া জানুয়ারি মাসেই তৈরি করে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। সে মাসেই অন্যান্য ব্যাংকের সঙ্গে আল-আরাফাহও নতুন বেতন-ভাতার নির্দেশনা কার্যকর করবে এমনটাই বলা হয়েছিল।

তবে বেতন বৃদ্ধি না করায় কর্মীদের অসন্তোষ রীতিমতো ব্যাংকের কার্যক্রমের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন ব্যাংকটির একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকটির এক কর্মকর্তা বলেন, আমরা যারা নিম্ন পর্যায়ে আছি, অন্যান্য ব্যাংকের তুলনায় আমাদের এখানে বেতন অনেকগুণ কম।

আরও পড়ুনঃ  কভিড মোকাবিলার সাফল্যে ১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

আল আরফাহ্ ব্যাংকের বেশ কয়েকজন কর্মকতার দাবি, ব্যাংকের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের বেতন অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক বেশি। কবে নাগাদ বেতন-ভাতা বাড়ানো হবে জানার জন্য আল আরাফাহ্ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীর বক্তব্য নিতে যোগাযোগ করা হয়। ফোনে বার্তা পাঠালে কোনো উত্তর আসেনি।

এদিকে এপ্রিল মাস থেকেই নতুন বেতন-ভাতা কার্যকরের নির্দেশনার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘প্রত্যেকটা ব্যাংকেই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। যারা নতুন জয়েন করবে তাদের বেতন-ভাতার বিষয়ে ন্যূনতম একটা বেতন কাঠামো নির্দেশনাতে রয়েছে। আমার জানা মতে ম্যাক্সিমাম ব্যাংকই তা বাস্তবায়ন করে ফেলেছে। দুই একটা ব্যাংক হয়তো এখনো করেনি।

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন