শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

টিকা তৈরির প্রকল্পে ৩৩ কোটি ৮০ লাখ ডলার দিতে চায় এডিবি

টিকা তৈরির প্রকল্পে ৩৩ কোটি ৮০ লাখ ডলার দিতে চায় এডিবি

বাংলাদেশকে ডেঙ্গু ও জলাতঙ্কসহ পরিচিত সব রোগের টিকা তৈরির একটি প্রকল্পে ৩৩ কোটি ৮০ লাখ ডলার দিতে আগ্রহী এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বুধবার (১১ অক্টোবর) এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং এর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সকালে নিজ দপ্তরে তিনি বলেন, শিগগিরই একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, আগামী ৩১ ডিসেম্বর এর মধ্যে এ প্রকল্প নিতে হবে। তা নাহলে বরাদ্দ বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।

মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এ খাতে অগ্রাধিকার দেয়া হচ্ছে উল্লেখ করে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেন, এডিবি থেকে আগামী বছরও ৩ বিলিয়ন ডলার অর্থায়নের পরিকল্পনা রয়েছে।

এসময় প্রকল্প বাস্তবায়ন ও ঋণ পরিশোধে বাংলাদেশ ভালো করছে বলেও জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, নির্বাচনের কারণে যেন প্রকল্পটি ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সতর্ক রয়েছে সরকার।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ফাইজারের টিকা বন্ধ হচ্ছে ২৮ ফেব্রুয়ারি

সংবাদটি শেয়ার করুন