শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে সূচক ও লেনদেন নিম্নমুখী

পুঁজিবাজারে সূচক ও লেনদেন নিম্নমুখী

সপ্তাহের শেষ কর্মদিবসে পুঁজিবাজারে আবারও দরপতন হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৯ পয়েন্ট। আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৪ পয়েন্ট। শেষ দেড় ঘণ্টায় শেয়ার বিক্রির চাপে সূচকের পাশাপাশি কমেছে লেনদেনও। এর ফলে সরকারি ছুটির কারণে বুধবার (৬ সেপ্টেম্বর) বন্ধ থাকায় আজ দরপতন হলো। তবে তার আগের দিন অর্থাৎ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) পুঁজিবাজারে উত্থান হয়েছিল।

ডিএসইর তথ্য বলছে, বৃহস্পতিবার বাজারে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে ১০৯টির শেয়ারের দাম কমেছে। বিপরীতে বেড়েছে ৫৩টি কোম্পানির শেয়ারের দাম। অর্থাৎ দ্বিগুণ পরিমাণ কোম্পানির শেয়ারের দাম কমেছে। আর অপরিবর্তিত রয়েছে ১৬৭টি কোম্পানির শেয়ারের দাম।

আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৯ পয়েন্ট কমে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৭ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ২ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৭ দশমিক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৭ পয়েন্টে। এদিন ৩২৯টি প্রতিষ্ঠানের ১৪ কোটি ২ লাখ ৭৬ হাজার ৫৭২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা টাকার অঙ্কে ৭০০ কোটি ৭৮ লাখ ৫১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৩৪ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

সবসময়ের মতো ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল রয়েল টিউলিপ সি পার্ল বিচের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল পাইনিয়র ইনস্যুরেন্সের শেয়ার। এরপরের তালিকায় যথাক্রমে ছিল- ইস্টার্ন হাউজিং, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সোনালী পেপার, মিরাকেল ইন্ডাস্ট্রিজ গ্রিনডেল্টা ইনস্যুরেন্স, লিগেসি ফুটওয়্যার এবং ইয়াকিন পলিমার লিমিটেডের শেয়ার।

আরও পড়ুনঃ  শাপলায় জীবিকা, আয়ও মন্দ নয়

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫২ পয়েন্টে। সিএসইতে ১৬৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ৫৯টির ও অপরিবর্তিত রয়েছে ৬৪টির দাম। দিন শেষে সিএসইতে ৮ কোটি ৪৭ লাখ ১৮ হাজার ৩৩৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের লেনদেন হয়েছিল ৫৩১ কোটি ৭৫ লাখ ৭৬ হাজার ৩১৩ টাকার শেয়ার।

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন