শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চিলাহাটিতে সরিষার ভালো ফলন

চিলাহাটিতে সরিষার ভালো ফলন

নীলফামারীর চিলাহাটিতে হলুদসরিষা ফুলে দোল খাচ্ছে চাষিদের স্বপ্ন। মাঠজুড়ে সবুজের বুকে কাঁচাহলুদের রঙের উৎসব এনেছে। যা প্রকৃতিকে সাজিয়েছে ভিন্নরুপে। ফুলে ফুলে ভরে গেছে পুরোক্ষেত। রঙের মেলায় প্রকৃতি যেন নিজের খেলায় হাসছে। হলুদের চোখজুড়ানো দৃশ্য দেখে যে কারো মণ জুড়িয়ে যাবে।

কাঁচাহলুদের ছন্দে হাসি ফুটেছে সরিষা চাষির মুখে। ভালো দর পাওয়ার আশায় চিলাহাটির বিভিন্ন এলাকার চষিরা সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছে। এ এলাকায় তেমন একটা সরিষার চাষ না হলেও চলতি বছর বিপুল পরিমান সরিষার চাষ লক্ষ্য করা গেছে।

কেতকীবাড়ির কৃষক আবুল কালাম জানান, সরিষা মূলত বোনাস ফসল। বীজ বপনের পর থেকে সর্বোচ্চ ৭০ থেকে ৮৫ দিনের মধ্যেই সরিষা ঘরে তোলা যায়। অল্প পরিমাণ ইউরিয়া ও টিএসপি ছাড়া অন্য কোনো সারের প্রয়োজন হয় না। চারা গজানোর পর আগাছা ছাড়া কোনো পরিশ্রমের প্রয়োজন হয় না। তাই সরিষা চাষে বিঘা প্রতি সর্বোচ্চ ১৫০০ থেকে ২০০০ হাজার টাকা খরচ হয় বলে জানান সরিষা চাষিরা।

আনন্দবাজার/এম.আর

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মেহেরপুরে বৃষ্টি, ফসল নিয়ে দুশ্চিন্তা কৃষকের

সংবাদটি শেয়ার করুন