শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আগাম টমেটোয় লাভ বেশি

আগাম টমেটোয় লাভ বেশি

মুন্সিগঞ্জের শ্রীনগরে শীতকালীন সময়ে টমেটো চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষক। অল্পপুঁজিতে লাভজনক টমেটো চাষে কৃষকের আগ্রহ বেড়েছে। তাই শীত মৌসুমের মধ্যকালীন সময়ে আগাম শাক-সবজির পাশাপাশি উন্নতজাতের টমেটোর চাষ বাড়ছে। উপজেলার কুকুটিয়া এলাকায় অনেকেই ৯০ দিনের টমেটো চাষে অধিক লাভের স্বপ্ন দেখছেন। 

সরেজমিনে দেখা যায়, উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পাঁচলদিয়া, মুসলিমপাড়া, জুরাসার ও বিবন্দী গ্রামের বিভিন্ন জমিতে টমেটো ক্ষেত। ক্ষেতজুড়ে সারি সারি গাছে থোকায় থোকায় রিষ্টপুষ্ট টমেটোর সমারোহ। অসংখ্য টমেটো পরিপক্ক হচ্ছে। কিছুদিনের মধ্যেই চাষের সু-স্বাদু এসব টমেটো পাইকারি বাজারে বিক্রি শুরু হবে।

চাষি লিটন, মোস্তফা মিয়া, নিজাম শেখ, মোয়াজ্জেম শেখ জানান, ২৫ থেকে ৩০ শতাংশ জমিতে টমেটো চাষে খরচ পড়ছে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। ভালো ফলন হলে এখান থেকে ২০ হাজার কেজি টমেটোর উৎপাদণ হতে পারে। সব খরচ বাদে প্রতিকেজি টমেটো পাইকারিভাবে গড়ে ১০ টাকায় বিক্রি করা গেলে এচাষে তারা অধিক লাভবান হবেন। তারা জানান, বর্তমানে পাইকারি বাজারে প্রতিকেজি টমেটো বিকিকিনি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। স্থানীয় খুচরা বাজারে এর দাম ৩৫ থেকে ৪০ টাকা।

মুসলিমপাড়ার সাইফুল ইসলাম বলেন, চলতি মৌসুমে এরআর মালিক সিট’র বাহুবালী হাইব্রিড জাতের টমেটোর চাষ করেছি। ৩০ শতাংশ জমিতে প্রায় ২০ হাজার কেজি টমেটো উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে লাখ টাকা লাভের স্বপ্ন দেখছি। আশা করছি আগামী ২ সপ্তাহের মধ্যে বাগানের উৎপাদিত টাটকা বিষমুক্ত টমেটো বাজারজাত শুরু হবে।

আরও পড়ুনঃ  দখল-দূষণে জৌলুস হারাচ্ছে শীতলক্ষ্যা

আনন্দবাজার/এম.আর

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন