শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বোরোর চারা রোপণে ব্যস্ত চাষিরা

বোরোর চারা রোপণে ব্যস্ত চাষিরা

শেরপুরের নকলা উপজেলার কৃষকরা ব্যস্ত সময় পার করছেন বোরো চাষে। প্রচন্ড শীত উপেক্ষা করে দিন রাত কাজ করছেন বোরো চাষিরা।

কৃষকরা জানায় দীর্ঘদিন ধরে ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় বছর বছর লোকসান গুনতে হয়েছিল। এবার আমন ধানের ভালো দর পাওয়ায় কৃষকরা মহাখুশি। তাই এবার কোমরবেধে নতুন আশা নিয়ে বোরো ধানের আবাদ করছে চাষিরা। বোরো ধানের রোপনে কষ্ট বেশি আবার খরচও বেশি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবদুল ওয়াদুদ জানান, এবার ১২ হাজার ৩৯০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে উপশি জাতের এবং ১০ হাজার ৪০ হেক্টর জমিতে হাইব্রিড জাতের আবাদ করা হয়েছে। যা গত বছর হাইব্রিড জাতের আবাদ ছিলো ৭ হাজার ৬ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকুল থাকলে এবার বোরো আবাদের ভালো ফলনের  আশা করছেন।

আনন্দবাজার/এম.আর

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ফুলের মধ্যে কৃষকের স্বপ্ন

সংবাদটি শেয়ার করুন