বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষি প্রণোদনা পেলো আটশ কৃষক

কৃষি প্রণোদনা পেলো আটশ কৃষক

ফসল উৎপাদন বৃদ্ধি ও পতিত জমি ব্যবহার নিশ্চিত করতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দিনাজপুরের পার্বতীপুরে ৮০০ কৃষককে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ চত্তরে উপজেলার ১০টি ইউনিয়নের আটশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার সরিষা বীজ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুজ্জামান, কৃষি স¤প্রাসারণ কর্মকর্তা সাজেদুর রহমান ও উপ-সহকারি উদ্ভিদ কর্মকর্তা মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুজ্জামান বলেন, বর্তমানে ফসল উৎপাদন বৃদ্ধি, পতিত জমি ব্যবহার নিশ্চিত করতে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  সৈয়দপুরে ইটভাটার ধোঁয়ায় পুড়ল ৫০ একর জমির ধান

সংবাদটি শেয়ার করুন