শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বরেন্দ্রেভূমিতে সবজি চাষে নীরব বিপ্লব ঘটছে!

রাজশাহীর তানোর, গোদাগাড়ী চাঁপাইনবাবগঞ্জে, নাচোল, রহনপুর ও নওগাঁ জেলা বরেন্দ্র অঞ্চল হিসাবে পরিচিত। এই অঞ্চলের প্রতিটি বাড়িতেই এখন বিভিন্ন ধরনের সবজি চাষ করা হচ্ছে। বাড়ির পাশে এসব সবজি চাষ করে নিজেদের সবজির চাহিদা পূরণ করে থাকেন। এছাড়া অনেকেই অতিরিক্ত সবজি বাজারে বিক্রি থাকেন।

বরেন্দ্র অঞ্চলের বাড়ির চালায় সেজে আছে বড় বড় চাল কুমড়া, বাঁশের তৈরি মাছাতে ঝুলছে শিম আর সজনা। কোনো কোনো বাড়ির পাশ ঘেষে পটল, করল্লা, শষা, বেগুন লাল শাকসহ বিভিন্ন রকমের শীতের সবজি।

শীতকালীন এসব সবজি চাষ করতে উৎপাদন খরচ অনেক কম লাগে এবং বেশি জায়গারও প্রয়োজন হয় না। ফলে লাভের পাল্লা অনেক বেশি থাকে। তাই দিনে দিনে গ্রামে সবজি চাষ বেড়েই চলছে।

বরেন্দ্রে মাটিতে সবজি চাষে যেন এক নীরব বিপ্লব ঘটছে, এখন শত শত কৃষক ধান চাষ ছেড়ে শীতের সবজি চাষ শুরু করেছেন। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বরেন্দ্র অঞ্চলে এখন বোরো ধান ছেড়ে অন্য ফসল চাষে করছেন কৃষি বিভাগ।

কৃষকেরা জানায়, অন্যের জমি বর্গা নিয়ে বোরো ধান চাষ করলে আমাদের অনেক লোকসান হয়। কারন ধান চাষে খরচ অনেক বেশি। এছাড়া বোরো আবাদে পানির সমস্যায় ভুগতে হয়।

তারা আরো জানায়, কয়েক বছর ধরে বাজারে ধানের দাম অনেক কম থাকায়ে আমাদের লোকসান গুনতে হয়েছে। তাই ধান চাষ বাদ দিয়ে ৩-৪ বছর আগে থেকেই সবজি চাষ শুরু করেছি এবং সফলতাও পেয়েছি।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে কৃত্রিম জলাবদ্ধতায় ৭শ একর কৃষিজমি

কৃষি কর্মকর্তা সমশের আলী জানান, বরেন্দ্রে ভূমিতে এখন প্রচুর পরিমাণে শীতকালীন সবজি চাষ হচ্ছে। অল্প জমিতে সবজি চাষ করে বেশি আয় সম্ভব হওয়াই দিনে দিনে এর সংখ্যা বাড়ছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন