রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় জলাবদ্ধতায় শঙ্কায় আমন চাষিরা

অতিবর্ষন এবং ৩ দফায় বন্যার পানিতে নওগাঁর আত্রাই উপজেলার প্রতিটি মাঠে মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে প্রায় ৬ হাজার হেক্টর জমি অনাবাদি পড়ে রয়েছে। এসব জমিতে এ বছরের চলতি মৌসুমে আমন চাষ একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছে। তাই কৃষকদের মাঝে দেখা দিয়েছে বেপক হতাশার ছাপ।

জানা গেছে, উপজেলার সব এলাকার কৃষকদের আমন ধানের বীজতলা পানির নিচে ডুবে গেছে। ফলে আমনের চারা উৎপাদন করতে না পারায় উপজেলার বেশিরভাগ এলাকার কৃষকরা বর্তমানে আমন ধানের চারা বেপক সংকটে ভুগছেন।

এই বেপারে উপজেলার উঁচল কাশিমপুর গ্রামের বেলাল হোসেন জানান, আমাদের বোরো ধান কেটে শেষ না করতেই মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাঠ পানিতে ভরে গেছে, আমন ধানের আবাদ এবারে করা আর সম্ভব হবে না।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাউছার হোসেন জানান, হঠাৎ করে অতি বর্ষণের কারনে মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে নদীর পানি কিছুটা কমলে মাঠের পানিও কমে যাবে। আমরা আশা করছি মাঠে পানি নেমে গেলে কৃষকরা পুরোদমে আমনচাষ করতে পারবে।

আনন্দবাজার /এইচ এস কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মাঠে দুলছে চাষির স্বপ্ন

সংবাদটি শেয়ার করুন