বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

খোলা থাকবে কৃষিযন্ত্রের ব্যবসা প্রতিষ্ঠান

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের প্রায় সব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এর মধ্যেও সেচ যন্ত্রসহ সব কৃষি যন্ত্রপাতির ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, ক্রয়-বিক্রয় ও এ সংক্রান্ত যানবাহন চলাচল অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে সরকার।

কৃষি মন্ত্রণালয়ের করোনা ভাইরাস সংক্রান্ত মনিটরিং সেল থেকে এ সংক্রান্ত নির্দেশনা তে জানানো হয়, দেশে করোনা ভাইরাসের বিদ্যমান পরিস্থিতির মধ্যেও চলমান বোরো মৌসুমে প্রয়োজনীয় সেচ যন্ত্রসহ সকল কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, ক্রয়-বিক্রয় এবং এ সংক্রান্ত যানবাহন চলাচল অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হলো।

৩১ মার্চ সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

আনন্দবাজার/এস.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  গোপন রেখে দান করছেন নেইমার

সংবাদটি শেয়ার করুন