শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভালো ফলনের আশা করছে ঠাকুরগাঁওয়ের আমচাষিরা

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন গ্রামগঞ্জে এখন আম গাছে উঁকি দিচ্ছে কচি আমের মুকুল। এ জেলার প্রতিটি উপজেলার বাগান এখন ছেয়ে গেছে আমের মুকুলে। প্রাকৃতিক কোনো দুর্যোগ দেখা না দিলে এবছরে আমের ফলন ভালো হবে বলে আশা করছে আমচাষিরা।

ঠাকুরগাঁওয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, এই জেলার পাঁচ উপজেলায় ৮ হাজার ২০ হেক্টর জমিতে আমবাগান আছে। এসব বাগানের প্রতিটি গাছেই এবার প্রচুর মুকুল এসেছে। তবে কুয়াশা ও পোকার আক্রমণে মুকুল নষ্ট হওয়ার সম্ভবনাও আছে।

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন জাতের আম, যেমন: বারি-৪, আম্রপালি, সূর্যপুরী, ল্যাংড়া, গোপালভোগ, আসিনিয়া, মোহনা, ফজলি, মিশ্রিভোগসহ দেশি জাতের বিভিন্ন আমের মুকুলে এখন ভরপুর বাগানগুলো। বাগান মালিকরা জানান, বিগত বছরের চেয়ে এবার আমের মুকুল ভালো এসেছে। আবহাওয়া ভালো থাকলে আমের সর্বোচ্চ ফলন হবে বলে মনে করছেন তারা।

ঠাকুরগাঁওয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফতাব হোসেন বলেন, ঠাকুরগাঁওয়ের আমচাষি বাগান মালিক ও ব্যবসায়ীদের বিভিন্ন পোকার আক্রমণে আমের মুকুল যেন নষ্ট না হয়, সে জন্য মাঠ পর্যায়ে আমচাষিদের ছত্রাকনাশক স্প্র্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। আশা করি জেলায় এবার আমের ভালো ফলন হবে।

আনন্দবাজার/তাঅ

আরও পড়ুনঃ  অসময়ের বৃষ্টিপাতে লোকসান গুনছেন ক্ষীরা চাষিরা

সংবাদটি শেয়ার করুন