রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মেঘনায় বাইলা রেণু নিধনের মহোৎসব

সম্প্রতি চাঁদপুরের মেঘনা নদীতে চলছে বাইলা মাছের রেণু নিধনের উৎসব। কিছু এক শ্রেণির অসৎ ব্যবসায়ী এসব বাইলার রেণু পোনা  শহরের সব বাজার এবং ভ্যানে করে পাড়া-মহল্লায়  বিক্রি করছে।

জানা গেছে, অভিযোগ রয়েছে জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা এসব দেখেও যেন তারা কিছুই দেখছেন না। এক-দেড় ইঞ্চি সাইজের বিভিন্ন প্রজাতির রেণু পোনা প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। মূল্য কম হওয়ায় ক্রেতারা ব্যাগ ভরে এ পোনা মাছ কিনছেন।

আরও পড়ুন :  বাংলাদেশ স্মার্টফোন রপ্তানি করবে আমেরিকায়

জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী জানান, জেলেরা যেসব রেণু পোনা নিধন করছে, তা দেখে চোখের পানি আটকে রাখা যায় না। তবে জেলা প্রশাসন নদীতে অভিযান পরিচালনা করছে। কিছু অসৎ জেলে এবং ব্যবসায়ী এসব সিন্ডিকেট কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। খুব দ্রুত এই ব্যাপারে আরও জোরদার অভিযান চালানো হবে এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আনন্দবাজার / এইচ এস কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  গো-খাদ্যের দাম বৃদ্ধি, বিপাকে খামারিরা

সংবাদটি শেয়ার করুন