শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

কালীগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচিতে দিবস টি পালিত হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া একটি বর্ণাঢ্য র্যালি কালীগঞ্জের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মো. আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারাজানা তাসলিম, মৎস্য কর্মকর্তা মো আবু সামা, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, সাংবাদিক বিল্লাল হোসেন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা, কালীগঞ্জের বেলাই বিলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানান।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান, বেলাই বিলকে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে উপস্থিত সবাইকে যে যার অবস্থান থেকে এগিয়ে আসার অনুরোধ জানান।

আরও পড়ুনঃ  সোনারগাঁয়ে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের উদ্বোধন করলেন ইউএনও

সংবাদটি শেয়ার করুন