শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আগাম টমেটো চাষে লাভ বেশি

আগাম টমেটো চাষে লাভ বেশি

ফরিদপুরে আগাম টমেটো আবাদ করে লাভবান হচ্ছে কৃষক। প্রযুক্তি নির্ভর এ ফসল চাষে বেশ সফল হয়েছেন তারা। শীতের এ সবজি আবাদ করে বাজারে আগেভাগে নিতে পেরে দামও পেয়েছেন বেশ।

সালাদ কিংবা রান্না তরকারিতে টমেটোর জুড়ি মেলা ভার । ফরিদপুর অঞ্চলে শীতকালে প্রচুর টমেটোর আবাদ হলেও শীতের আগেই চাহিদা বাড়তে শুরু করে এ ফসলের। তাই  উচ্চ মূল্যের এই  কৃষি পণ্যকে ব্যাপক হারে বাজারজাতকরণের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে বাণিজ্যিক কৃষির গতি বাড়াতে গ্রীষ্মকালীন এই টমেটো আবাদ উদ্বুদ্ধ করছে ফরিদপুরে। পলি নেট হাউস তৈরি করে এখন অনেক কৃষকই অগ্রিম এই টমেটোর আবাদ করে লাভবান হয়েছেন। বীজের দাম একটু বেশি হলেও যত্ন নিয়ে চারা তৈরি করলে লাভের মুখ দেখা যায় অল্প শ্রমেই।

শুরুতে ১০০ টাকা করে কেজি বাজারে বিক্রি হয়েছে এ টমেটো, এখনো এ টমেটো বাজারে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে।

ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, তিনটি জাতের টমেটো চাষ হচ্ছে এখানে। অগ্রসর কৃষকেরা এই ফসল চাষে বেশ আগ্রহ দেখাচ্ছেন।

তিনি জানান, চলতি মৌসুমে ফরিদপুর সদরে প্রায় ৩ একর জমিতে আবাদ হয়েছে আগাম টমেটোর।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  শ্রীনগরে পাট নিয়ে ভোগান্তিতে চাষিরা

সংবাদটি শেয়ার করুন