শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পেঁপের বাম্পার ফলন বগুড়ায়

পেঁপের বাম্পার ফলন বগুড়ায়

বগুড়ার গাবতলীতে পেঁপের বাম্পার ফলনে লাভবান হওয়ায় কৃষক অত্যান্ত খুশি হয়েছে। অন্যান্য ফলনের পাশাপাশি বেড়েছে পেঁপে চাষ। কৃষি অফিসের তথ্যমতে, এবার উপজেলায় বিভিন্ন এলাকায়  ১৭০হেক্টর জমিতে পেঁপের চাষ হয়েছে। বর্তমান বাজারমূল্যে কাঁচা পেঁপে প্রতি মণ ৫০০টাকায় বিক্রি হচ্ছে। প্রতি বিঘা জমিতে পেঁপে চাষ করে লাভবান হচ্ছেন বছরে প্রায় ২ লক্ষ টাকা।

কৃষকরা জানান, ফাল্গুনের শুরুতে চারা রোপন করলে ৬/৭ মাস পর পেঁপে সংগ্রহ করা যায়। পর্যায়ক্রমে পাঁকতেও শুরু করে। ১টি গাছ থেকেই পাওয়া যায় ২-৩মণ পেঁপে। ভাল ফলন পেতে নিতে হয় নানা রকম পরিচর্যা। এ বছর হাইব্রিড জাতের পেঁপের চাষ বেশী করেছেন তারা।

ডিহিডঙর গ্রামের পেঁপে চাষী এনদাদুল হক জানায়, ঁেপপের চারা রোপন পর থেকে সার, কিটনাশক ও পরিচর্যা মিলে বিঘা প্রতি ২৫ থেকে ৩০হাজার টাকা খরচ হয়। এবছর কাঁচা পেঁপে বিক্রি করছি বর্তমান বাজার মূল্যে প্রতি মণ ৫০০টাকায়। এছাড়া পাকা পেঁপে ২২০০ থেকে ২৫০০টাকা মণ বিক্রি হচ্ছে।

আকন্দপাড়া গ্রামের স্বপন কুমার রায় বলেন, ৩৩ শতাংশ জমিতে পেঁপে চাষ করেছি। এবার বাজার অনেক ভালো হওয়ায় বেশ স্বস্তি পাচ্ছি। আগের চাইতে এ বছর আরো বেশী লাভজনক হবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জানান, অন্যান্য ফসলের তুলনায় পেঁপে লাভজনক ফসল হওয়ায় কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। এবার দাম অনেক হওয়ায় পেঁপে চাষীরা অনেক লাভবান হচ্ছেন। আগামীতে হাইব্রিড জাতের প্রজেক্ট নিয়ে কাজ করা হবে কৃষকদের জন্য।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ভেসে গেল প্রায় ৫ হাজার মাছের ঘের

সংবাদটি শেয়ার করুন