রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পাহাড়ে উন্নয়নে বাধা দিলে ছাড় নয়: পার্বত্যমন্ত্রী

পাহাড়ে উন্নয়নে বাধা দিলে ছাড় নয়: পার্বত্যমন্ত্রী

বাংলাদেশের দক্ষিণ পূর্বের সর্বশেষ দোছড়ি ইউনিয়নটিও বিদ্যুতের আওতায় এসেছে। প্রায় ১১ কিলোমিটার দূর থেকে বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে দীর্ঘ ৫১ বছর পর আলোকিত হয়েছে এ ইউনিয়ন।

গতকাল শনিবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ২ কোটি ৭০ লাখ টাকা। দোছড়িতে বিদ্যুতায়নের মাধ্যমে উপজেলার পাচঁ ইউনিয়নে এখন বিদ্যুতের আলো পৌঁছাল। পরে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও পার্বত্য উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করেন মন্ত্রী।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর বলেন, পাহাড়ে যারা উন্নয়ন কর্মকান্ডে বাধা দিবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্ত জনপদ দোছড়ি ইউনিয়নে উন্নয়নের দায়িত্ব আমি নিলাম। সর্বশেষ দাবির মোবাইল নেটওয়ার্কের দাবিও খুব শিগগিরই পূরণ করার ঘোষণা দেন তিনি।

তিনি আরো বলেন, যতো শান্তি থাকবে ততো উন্নয়ন করবো। সন্ত্রাসীদের কোনো আস্তানা যাতে এখানে গড়ে না উঠে সেজন্য জনসাধারণকে আইন শৃংখলা বাহিনীকে সহায়তার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লক্ষী পদ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, রাঙ্গামাটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জল বড়ুয়া প্রমুখ।

আরও পড়ুনঃ  শীতকালীন ভ্রমণ প্যাকেজ ঘোষণা করলো নভোএয়ার

সংবাদটি শেয়ার করুন