অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি বলেছেন, বাংলাদেশকে আজ বিশ্বে চিহ্নিত করা হচ্ছে উন্নয়নের রোল মডেল হিসেবে। আর এই উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বের গুণে।
তিনি বলেন, বিগত বছরগুলোতে শুধু অর্থনৈতিক নয় আর্থ-সামাজিক এবং মানব উন্নয়নে বাংলাদেশ ব্যাপক উন্নতি সাধন করেছে বলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিনের সভাপতিত্বে জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন (এনএইচডিআর)-২০২১ এর প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ‘বাংলাদেশের জনগণই সকল উন্নয়নের কেন্দ্রবিন্দু’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে।
দেশের বরেণ্য গবেষক ও বিশেষজ্ঞদের সমন্বয়ে প্রস্তুতকৃত এই প্রতিবেদনে বর্তমান অর্থনৈতিক অগ্রগতির ধারা তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করার জন্য পাঁচটি কৌশলগত বিষয়কে গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে। এই পাঁচটি কৌশলগত বিষয় হলো:- মানব উন্নয়ন ও বৈষম্য, জলবায়ু পরিবর্তন, যুবাদের কর্মসংস্থান, কিশোর-কিশোরীর স্বপ্নে বাংলাদেশ এবং শান্তি ও সমৃদ্ধি- এই পাঁচটি আন্ত:সম্পর্কযুক্ত বিষয়কে প্রাধান্য দিয়ে জনগণের জীবনমানের গুণগত উন্নয়নের কৌশল এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
সাতটি অধ্যায়ে রচিত এই প্রতিবেদনে বাংলাদেশের মানব উন্নয়ন সংশ্লিষ্ট সার্বিক চিত্র, তথ্য ও কৌশল তুলে ধরা হয়েছে। সভার শুরুতেই অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশের সাথে জড়িত উপদেষ্টা কমিটির সদস্য, লেখকবৃন্দ, রিভিউয়ার প্যানেল, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ এবং উন্নয়ন সহযোগী সংস্থা ইউএনডিপিসহ যারা এই প্রতিবেদনের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীতে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ আমাদের দীর্ঘদিনের ধারাবাহিক অর্জনেরই প্রতিফলন। এই প্রতিবেদন সেই উত্তরণেরই একটি স্মারক।
অনুষ্ঠানে উপস্থিত জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদনের মুখ্যসমন্বয়কারী ও উপদেষ্টা ড. সেলিম জাহান এনএইচডিআর এর উপর একটি সারসংক্ষেপ উপস্থাপন করেন। তিনি তাঁর বক্তব্যে এনএইচডিআর প্রতিবেদনে বাংলাদেশের মানব উন্নয়নের নানান অগ্রগতি ও উন্নয়ন ফুটিয়ে তুলেন। প্রকাশনা উৎসবে এনএইচডিআর এর উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সিপিডি’র ফেলো ড. মুস্তাফিজুর রহমান এই প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নিয়ে এই প্রতিবেদনকে বাংলাদেশের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করেন। ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী আলোচনায় বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের সন্ধিক্ষণে জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ বাংলাদেশের জন্য একটি সময়োপযোগী উদ্যোগ।
উল্লেখ্য যে, ইতোপূর্বে গত বছরের ৯ ডিসেম্বর অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন এনএইচডিআর-২০২১ তুলে দেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জাতিসংঘ অনুবিভাগ প্রধান অমল কৃষ্ণ মন্ডল উপস্থিত সকল অংশগ্রহণকারী এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
আনন্দবাজার/ টি এস পি