ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইনস্টাগ্রামে রিল তৈরি করবেন যেভাবে

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে এখন বেশ জনপ্রিয় মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। একের পর এক ফিচার ব্যবহাকারীকে যেন আটকে রাখছে প্ল্যাটফর্মটি। ইনস্টাগ্রামে এখন জনপ্রিয় একটি ফিচার হচ্ছে রিল পোস্ট।

চলুন দেখে নিই খুব সহজে কীভাবে ইনস্টাগ্রামে রিল তৈরি এবং পোস্ট করতে পারবেন-

প্রথমে ফোনের ইনস্টাগ্রাম অ্যাপে এক্সেস করুন।

তারপর লগ ইন করে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। সেজন্য শুধুমাত্র অ্যাপের ভেতরের অন-স্ক্রিন নির্দেশগুলো ফলো করলেই হবে।

লগ ইন করার পরে ইনস্টাগ্রাম লোগোর পাশে, উপরের ডানদিকে থাকা প্লাস আইকনে ক্লিক করুন।

তারপর ড্রপ-ডাউন মেনু থেকে, ‘রিল’ নির্বাচন করে বাম দিকে থাকা কন্ট্রোল আইকন এবং নিচে মাঝে থাকা রিল আইকন সহ ক্যামেরাটিকে ইন্টারফেসে নিয়ে যেতে হবে।

তারপর বাম দিকের বিভিন্ন ফিচারগুলো ব্যবহার করে এফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কোলাজ, স্লোয়ার বা ফাস্টার মোশন ইত্যাদি প্রয়োজন মতো রিলে ব্যবহার করা যাবে। রেকর্ডিং চালিয়ে যাওয়ার জন্য মাঝে থাকা হাইলাইট করা গোলাকার চিহ্নটি ক্লিক করে রাখতে হবে ও রেকর্ডিংয়ের কাজ শেষ হয়ে গেলে আঙুল তুলে নিতে হবে।

এছাড়া রিল হিসাবে আগে থেকে রেকর্ড করা ছবি বা ভিডিও পোস্ট করা যাবে। যা করতে নীল রঙের প্লাস আইকন সহ নিচে বাম দিকের আইকনটি ব্যবহার করতে হবে।

এপর রিলে কভার, ক্যাপশন, বিভিন্ন জনকে ট্যাগ করা, লোকেশন ব্যবহার ইত্যাদি ফিচারও যোগ করা যাবে।

যদি তৎক্ষণাৎ রিল পোস্টের ইচ্ছে না থাকে তবে রিলটি ডাউনলোড আইকনটি ব্যবহার করে পরবর্তী সময়ের জন্য ডাউনলোড করেও রাখতে পারবেন।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন