শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ওমিক্রন মোকাবেলায় সপ্তাহব্যাপি কর্মসূচি

মৌলভীবাজারে করোনা ভাইরাসের ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্ট এর প্রভাব মোকাবেলায় সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জেলা প্রশাসন। গত রোববার থেকে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে সচেতনতামূলক সপ্তাহ পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে।

পথচারি ও বিভিন্ন গণপরিবহনে যাত্রী ও চালকদের মধ্যে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারনার মধ্যদিয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল হক ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, সচেতনতামূলক প্রচার সপ্তাহের অংশ হিসেবে মৌলভীবাজারবাসীকে মাস্ক পরিধান এবং ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করা হবে। এ সপ্তাহের পর যারা মাস্ক পরিধান করবে না তাদের উপর বিধিমোতাবেক জেল-জরিমানা আরোপসহ অন্যান্য ব্যবস্থা প্রহণ করা হবে। এছাড়া, মাস্ক পরিধান ও ভ্যাকসিনের অন্তত একডোজ গ্রহণ ব্যতীত কোনো ব্যক্তিকে মৌলভীবাজার জেলার কোনো সরকারি-বেসরকারি দপ্তর/প্রতিষ্ঠানে সেবা প্রদান করা হবে না।

আনন্দবাজার/এম.আর

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে করোনা জয়ীদের ফুল দিয়ে বরণ

সংবাদটি শেয়ার করুন