শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জাককানইবিতে রস উৎসব

জাককানইবিতে রস উৎসব

শীতের সকালকে বরণ করে নিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আয়োজন করা হয়েছে রস উৎসবের। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ উৎসবে অংশ নেয়।

‘সওদাগর’ অনলাইন ব্যবসার সত্ত্বাধিকারী বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী মোরসালিন রহমান শিখরের আয়োজনে এর সহযোগিতায় ছিলো ভাইরাল ফুড কর্ণার। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বলকুমার প্রধান, ছাত্র উপদেষ্টা তপন কুমারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুন নাইম তুষার বলেন, কুয়াশা উৎসবে শীতের সকালের যে অপূর্ণতা ছিল তা রস উৎসবের মাধ্যমে পূর্ণতা পায়। সবমিলিয়ে চমৎকার শীতের সকাল কেটেছে।

রস উৎসবের আয়োজক মোরসালিন রহমান শিখর বলেন, খেজুরের রস ছাড়া শীতের সকালে পূর্ণতা পায়নি কুয়াশা উৎসব। তাই এবার আমার অনলাইন অর্গানিক প্রডাক্টের প্রতিষ্ঠান “সওদাগর” ও “ভাইরাল ফুড কর্ণার” এর সহায়তায় এ উৎসবের আয়োজন করেছি। আমি চাই ভবিষ্যৎ এ উৎসবের ধারাবাহিকতা বজায় থাকবে।

আনন্দবাজার/এম.আর

আরও পড়ুনঃ  দুই হাত নেই তারপরও এসএসসি পরীক্ষা দিচ্ছে মানিক

সংবাদটি শেয়ার করুন