করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন মোকাবিলায় আফ্রিকা ফেরতদের নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
আফ্রিকার সাতটি দেশ হলো- দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, ঘানা, নামিবিয়া, ইসোয়াতিনি, লেসোথো ও জিম্বাবুয়ে। এই সাতটি দেশ থেকে আসা ব্যক্তিদের ১৪ দিন নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে। যা আগামীকাল ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আফ্রিকা ফেরতদের দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই হোটেল বুকিং করতে হবে। আগত যাত্রীদের হোটেলে থাকা অবস্থায় ৭ম ও ১৪তম দিনে করোনা শনাক্তের আরটিপিসিআর পরীক্ষা করানো হবে। কোনোটির ফলাফল পজিটিভ আসলে তাকে হাসপাতালে আইসোলেশনে রাখা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে প্রবেশ করা যেকোনো যাত্রীকে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে করোনা টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তবে ১২ বছরের নিচের শিশুদের জন্য এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই।
আনন্দবাজার/ টি এস পি