ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শীতের সবজিতে বাঁশখালীর বাজার সয়লাব

শীতের সবজিতে সয়লাব বাঁশখালী। শীতের সবজি বাজারে আসায় সাধারণ ক্রেতাদের মাঝে ফিরেছে স্বস্তি । কিন্তু বর্তমানে বাঁশখালীর প্রতিটি হাটবাজারে শীতের সবজি প্রচুর পরিমাণ পাওয়া গেলেও প্রতিকেজি  সবজি ৩০/৪০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।

পাইকারী ব্যবসায়ীদের কাছ থেকে তা আরো কম দামে কিনে থাকলেও হাত বদলের সাথে সাথে দাম বাড়তে থাকে বলে জানান সাধারণ ক্রেতারা । বর্তমানে বাঁশখালীতে প্রচুর পরিমাণে শীতের সবজি উৎপাদন হওয়ায় প্রতিদিন সকালে প্রচুর পরিমাণে শীতকালীন সবজি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

বাঁশখালী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বৎসর বাঁশখালীতে ১৮০ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে।  ২০ হেক্টর জমিতে বাঁধাকপি, ২০০ হেক্টর জমিতে বেগুন চাষ হয়েছে। বেশি উৎপাদন হয় শীলকুপ, সাধনপুর, সরল, বৈলছড়ি, চাম্বল ও পুঁইছড়িতে। এছাড়া ২০ হেক্টর জমিতে ফুলকপি, ১১৫ হেক্টর জমিতে মুলা, ৫০ হেক্টর জমিতে মুলা শাক, ৫০ হেক্টর জমিতে লাল শাক, ১৫০ হেক্টর জমিতে বরবটি, ২৫০ হেক্টর জমিতে দেশি শিম, ১২০ হেক্টর জমিতে লাউ, ৫০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া উৎপাদন হচ্ছে।

বাঁশখালীর প্রধান সড়কের সাহেবের হাট, গুনাগরী, বৈলছড়ি বাজার, টাইম বাজার, নাপোড়া বাজার ও চাম্বল বাজার এলাকায় প্রতিদিন সকালে প্রচুর পরিমাণ শীতের সবজি বিক্রি হয় পাইকারিভাবে। পাইকারি ক্রেতারা চাষিদের কাছ থেকে কিনে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাঠান।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন