শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’:দেশের সকল প্রবেশ পথে সর্তকবার্তা

নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’:দেশের সকল প্রবেশ পথে সর্তকবার্তা

করেনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ এর সংক্রমণ ঠেকাতে দেশের সকল প্রবেশ পথে  সর্তকবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম

এসময় তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় পাওয়া  নতুন ভ্যারিয়েন্টটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আবারও উদ্বেগ করেছে। সেই বিষয়ে আমরা  বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছি। আমাদের সকল পোর্ট অব এন্ট্রিতে সতর্কবার্তা দেওয়া হয়েছে।’

এসময় তিনি করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ মোকাবিলায় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং শিষ্টাচার মেনে চলতে সকলের প্রতি আহবান জানান।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করা হয়েছে। সব বিমানবন্দর, স্থলবন্দর বা দেশের সব প্রবেশ পথে স্ক্রিনিং কঠোর হচ্ছে। সারা দেশে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে ও মাস্ক পরা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হচ্ছে।

ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ওমিক্রন এখন বেলজিয়াম, ইসরায়েল, হংকংয়ের পাশপাশি ইতালি এবং জার্মানিতেও মিলেছে।

আনন্দবাজার/এম.আর

আরও পড়ুনঃ  জয়পুরহাটে করোনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

সংবাদটি শেয়ার করুন