শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ছে না আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়

বাড়ছে না আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে না। তাই জরিমানা এড়াতে ই-আইটিএনধারী করদাতাদের ৩০ নভেম্বর নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন দাখিল করতে হবে। 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, এবার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হবে না। তবে কারও কোনো সমস্যা থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কমিশনারের কাছে সময়ের আবেদন করলে জরিমানা ছাড়াই এক মাস সময় পাওয়া যাবে।

এছাড়া আইন অনুযায়ী, জরিমানাসহ আয়কর বিবরণি দাখিলে চার মাস পর্যন্ত সময় দেওয়া রয়েছে বলেও জানান এনবিআরের এই সদস্য।

বর্তমানে দেশের প্রায় ৬৮ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) আছেন। তাদের মধ্যে ২৫ লাখের মতো টিআইএনধারী করদাতা নিয়মিত রিটার্ন দেন বলে জানা গেছে। তবে এ বছর সেই সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

করোনা মহামারি বিবেচনায় চলতি বছরে আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারাদেশে ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি কর অঞ্চলে জোন ভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্য সেবা বুথ রাখা হয়েছে। আয়কর অফিসেও করদাতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  দেশীয় পণ্যে সম্পূরক শুল্ক নয়

সংবাদটি শেয়ার করুন