পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছে সিলেট বিভাগে পরিবহন শ্রমিকরা। ফলে সব ধরণের যান চলাচল সকাল থেকে বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে পণ্যবাহী যানবাহনও। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।
মেয়াদোত্তীর্ণ সেতুতে টোল আদায় বন্ধ, নগরের ভেতরে ছোটো গাড়ির পার্কিংয়ের ব্যবস্থাকরাসহ ৫ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। শ্রমিকদের এই ধর্মঘট আহবানে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
যাত্রীরা জানান, কিছু হলেই পরিবহন মালিক শ্রমিকরা ধর্মঘট ডেকে বসেন। আমাদের জিম্মি করে তারা নিজেদের দাবি আদায় করতে চান। এটা খুবই অন্যায়।
এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ জানান, গত ৯ নভেম্বর সিলেট জেলা প্রশাসক বরাবর আমরা ৫ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছিলাম। সেসব দাবি না মানায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ ধর্মঘট ডাকা হয়।
আনন্দবাজার/ টি এস পি