ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের কলা ও মানবিকী অনষদভূক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে (www.ju-admission.org)-এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

‘সি’ ইউনিটে বিজ্ঞান শাখার ছেলে-মেয়েদের জন্য পৃথকভাবে ৭৭টি, বাণিজ্য শাখার ছেলে ও মেয়েদের পৃথকভাবে ২৫ টি, মানবিক শাখার ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে ৮৪টি সিটের বিপরীতে মেধাক্রম অনুযায়ী মোট আসন সংখ্যার দশগুণ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়।

কলা ও মানবিকী অনুষদভুক্ত সি ইউনিটে ৩৭২ টি আসনের বিপরীতে ৪১ হাজার ৬৭৭ টি আবেদন জমা পড়েছিলো। প্রতি আসনের বিপরীতে ১১২ জন লড়েছে। এবার মোট নয়টি ইউনিটে এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে আবেদন করেছে তিন লাখ আট হাজার ৬০৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে অনুযায়ী প্রতি আসনের বিপরীতে ১৬৩ জন লড়বে।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন