জার্মানিতে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে মহামারী করোনাভাইরাস পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৬৫,৩৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার জার্মানির সংক্রামক রোগ গবেষণা কেন্দ্র রবার্ট কখ ইনস্টিটিউট করোনা আক্রান্তের এই সংখ্যা জানায়। এর আগে গত বুধবার দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা ছিল ৫২, ৮২৬।
এ ব্যাপারে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বলেন, করোনাভাইরাসের চতুর্থ ঢেউ পুরো শক্তি দিয়ে আমাদের দেশে আঘাত হানছে।
সংকট মোকাবেলায় বৃহস্পতিবার রাজ্য সরকার প্রধানদের সাথে মের্কেলের বৈঠক ছাড়াও জার্মানির পার্লামেন্ট বা বুন্ডেশটাগে এ নিয়ে বিশেষ অধিবেশন হয়েছে।
বিবিসি জানায়, জার্মান এমপি’রা নতুন করে একগাদা পদক্ষেপ নেওয়ার পক্ষে পার্লামেন্টে ভোটও দিয়েছেন। এসব পদক্ষেপের মধ্যে যারা টিকা নিয়েছে কেবল তাদের জন্যই সরকারি পরিবহন ব্যবহারের নিয়ম চালুরও বিধান আছে।
এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাস শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে, ৫,১৯৫,৩২১ জনে। এবং নতুন ২৬৪ জনের ম্ত্যৃ নিয়ে মোট মৃতের সংখ্যা হয়েছে ৯৮, ৫৩৮ জন।
আনন্দবাজার/ টি এস পি