শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে কাঁচামরিচের দাম কেজিতে কমাল ১০ টাকা

হিলিতে কাঁচামরিচের দাম কেজিতে কমাল ১০ টাকা

সরবরাহ বেশি হওয়ার কারণে হিলির পাইকারি বাজারে আবারো কমেছে ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচের দাম। একদিনের ব্যবধানে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। সেই সঙ্গে খুচরা বাজারে ২০ টাকা কমে ৬০ টাকা বিক্রি হচ্ছে যা আগে ৮০ টাকা ছিল।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন জানান, দেশের বাজারে চাহিদা থাকায় ও দেশি কাঁচা মরিচের দাম বেশি থাকার কারণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছিল। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচ উঠতে শুরু করেছে, সেই সঙ্গে দামও কমেছে। দেশের বাজারে আমদানি করা কাঁচা মরিচের চাহিদা ও দাম কমে যাওয়ায় আমদানি করে লোকসান গুনতে হচ্ছে। এজন্য আমদানি বন্ধ করে দিয়েছেন আমদানিকারকরা।

হিলি কাস্টমসের তথ্য মতে, চলতি সপ্তাহের শনিবার এবং রোববার ভারতীয় ৪ ট্রাকে ৪২ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  নাটোরের বস খেজুরের রস

সংবাদটি শেয়ার করুন