ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পিছিয়েছে এশিয়া কাপের সময়সূচী

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২০২১ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপের পরবর্তী আসর। তবে ঠিক কোন সময়ে টুর্নামেন্টটি মাঠে গড়াবে তা নিয়ে চূড়ান্ত কিছুই ঠিক ছিল না। প্রাথমিকভাবে আগামী বছরের জুলাইয়ে আসরটি মাঠে গড়ানোর কথা।

তবে ওই সময়ে শ্রীলংকায় বৃষ্টির মৌসুম হওয়ায় আসরটি মাঠে গড়ানো নিয়ে শংকা জাগে। তাই এর সমাধান বের করে নতুন সময় ঠিক করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে টি-২০ সংস্করণের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে।

আইসিসি ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী, আগামী টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশের ১৪টি টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে। তবে বিশ্বকাপের আগে এশিয়া কাপ হওয়ায় টি-২০ ম্যাচ খেলার সংখ্যাও বাড়বে বাংলাদেশের।

এবার পরপর দুই বছর এশিয়া কাপের আসর মাঠে গড়াবে। ২০২৩ সালের অক্টোবর-নভেম্বর মাসে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। তবে এর আগে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপ আয়োজন করতে চায় এসিসি। ২০২৩ সালে মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে ওয়ানডে এশিয়া কাপ।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন