শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান দল টি-টোয়েন্টি ও টেস্ট খেলতে ঢাকায়

তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায়ের ৩২ ঘণ্টা পরই ঢাকায় আসলো বাবর আজম বাহিনী। বিমানবন্দর থেকে পুরো দল সরাসরি যাবে হোটেল সোনারগাঁওয়ে।

তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায়ের ৩২ ঘণ্টা পরই ঢাকায় আসলো বাবর আজম বাহিনী। বিমানবন্দর থেকে পুরো দল সরাসরি যাবে হোটেল সোনারগাঁওয়ে।

সেখানে খুব একটা বিশ্রামের সুযোগ পাবে না শাহীন শাহ আফ্রিদিরা। কাল থেকেই মাঠের অনুশীলন শুরু করবেন বাবর বাহিনী।

আগামী ১৯শে নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ-পাসিস্তান সিরিজ। এরপর ২০ ও ২২ নভেম্বর হবে বাকি দুটি ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচেই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৬ নভেম্বর শুরু হবে দু’দলের টেস্ট সিরিজ। চট্টগ্রাম জহুর আহমেদে হবে প্রথম টেস্ট।

এরপর মিরপুরের হোম অফ গ্রাউন্ডে ৪ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সিরিজ শেষে ৯ ডিসেম্বর ঢাকা ত্যাগের কথা রয়েছে বাবর আজম বাহিনীর।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে টুর্নামেন্টে উড়ন্ত শুরু করে পাকিস্তান। সুপার টুয়েলভের ৫ ম্যাচের সবগুলো জিতেই শিরোপার দাবিদার ছিলো দলটি। তবে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় পাকিস্তানের। অপরদিকে সুপার টুয়েলভের সবম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহ নেওয়াজ দাহানি ও উসমান কাদির।

আরও পড়ুনঃ  দক্ষতা বাড়ছে বন্দরের

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন