সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নতুন সার্চ বাটন যুক্ত হচ্ছে। যার সাহায্যে নির্দিষ্ট ব্যবহারকারীর টুইটগুলো খুঁজে বের করা যাবে। নতুন এই সার্চ বাটন টুইটারের প্রোফাইল পেজে যুক্ত করা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই বাটনটি ব্যবহারকারীর অনলাইন জীবনকে আরও সহজ করে তুলবে। ধরুন, আপনি কোনো একজন টুইটার ব্যবহারকারীর টুইট করা পুরোনো কোনো পোস্ট খুঁজছেন তবে সঠিক তারিখ মনে নেই। সেক্ষেত্রে তা খুব সহজেই খুঁজে পেতে সাহায্য করবে এই সার্চ বাটন।
সোশ্যাল মিডিয়া পরামর্শদাতা ম্যাট নাভারা উল্লেখ করেন, গত মাসে অল্প সংখ্যক ব্যবহারকারীর জন্য টুইটারের নতুন বাটন চালু করা হয়েছিল। সম্প্রতি আইওএস অ্যাপে বিশ্বব্যপী ব্যাপকভাবে চালু হয়েছে এই পরিষেবাটি।
আনন্দবাজার/ টি এস পি