শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

‘ঢাকায় মাত্র ৩.২৬ শতাংশ বাস সিএনজিতে চলে’

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি দাবি করেছে, ঢাকা মেট্রো এলাকায় মাত্র ৩ দশমিক ২৬ শতাংশ বাস সিএনজিতে চলে। সংগঠনটির মহাসচিব খোন্দকার এনায়েত উল্লাহ জানান, ঢাকা মেট্রো এলাকায় ১২০টি পরিবহনের মধ্যে ১৩টি কোম্পানিতে সিএনজিচালিত গাড়ি পাওয়া যায় ১৯৬টি। মোট ৬ হাজার গাড়ির মধ্যে সিএনজিচালিত গাড়ি ৩ দশমিক ২৬ শতাংশ।

রাজধানীর পরীবাগের অফিসে আজ বুধবার সকালে যৌথ সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

এ সময় খোন্দকার এনায়েত উল্লাহ আরও জানান, ঢাকা মেট্রো এলাকায় প্রায় ৯০ শতাংশ বাস সিএনজিতে চলার যে তথ্য বিভিন্ন সংবাদে উঠে এসেছে, বিষয়টি সঠিক নয়। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে নতুন ভাড়ার রেট কার্যকর নয়।

আনন্দবাজার/ টি এস পি 

আরও পড়ুনঃ  কালীগঞ্জে এডিডব্লিউএএফ মনিটরিং ও অগ্রগতি পর্যালোচনা সভা

সংবাদটি শেয়ার করুন